০২ অক্টোবর ২০২৫, ০৯:১০ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ০৯:১০ পিএম তাসকিন আহমেদের প্রথম ওভারেই তিন বাউন্ডারিতে ভালো কিছুর আভাস দিয়েছিলেন ইব্রাহিম জাদরান। কিন্তু বাংলাদেশ ঘুরে দাঁড়াতে সময় নিল না। টানা চার ওভারে চার উইকেট তুলে নিয়ে আফগানিস্তানকে চেপে ধরেছে টাইগারা। টানা চার ওভারে তিন উইকেট তুলে নেয় বাংলাদেশ। দলীয় চতুর্থ ও নিজের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে ইব্রাহিমকে (১০ বলে ১৫) ক্লিন বোল্ড করে দেন নাসুম আহমেদ। পরের ওভারে নতুন বোলার তানজিম হাসান সাকিবের শিকার হয়ে ফেরেন আরেক ওপেনার সেদিকুল্লাহ আতাল। পাওয়ার প্লের শেষ ওভারটি করতে আসেন মুস্তাফিজুর রহমান। দ্বিতীয় বলটি খেলে রান নিতে যান দরউইশ রসুলি। দারুণ ফিল্ডিংয়ে ফিরতি বল ধরে কিপারের কাছে পাঠান মুস্তাফিজ। পড়িমরি করে বল ধরে উইকেট ভেঙে দেন জাকের আলি। রিশাদ হোসেনও বল হাতে...