০২ অক্টোবর ২০২৫, ০৯:৩০ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ০৯:৩০ পিএম একটি ছোট ভিসার বিষয় হঠাৎ করেই বিরাট ঝড় তুলেছে। জটিল সম্পর্কের দুই অংশীদার যুক্তরাষ্ট্র এবং ভারত—তাদের সম্পর্কে কি হঠাৎ করেই ভাঙন ধরেছে? এই অস্থিরতার কারণ যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে বাস্তবায়িত একটি নতুন ভিসা নীতি। এইচ-ওয়ানবি (H-1B) ওয়ার্ক ভিসার আবেদন ফি কয়েক হাজার ডলার থেকে বাড়িয়ে প্রায় এক লাখ মার্কিন ডলার করা হয়েছে। এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই শুধু যুক্তরাষ্ট্র বা ভারতে নয়, বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। উভয় দেশের সামাজিক যোগাযোগ মাধ্যম একে অপরের প্রতি ক্ষোভ এবং বিদ্বেষমূলক মন্তব্যে ভরে যায়, যার ফলে এক উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি হয়। বিষয়টি মজার। যৌক্তিকভাবে, মার্কিন ভিসা নীতি বিশ্বব্যাপী কার্যকর এবং বিশেষভাবে শুধু ভারতের জন্য তৈরি নয়। তাহলে কেন একটি মাত্র ভিসার পরিবর্তন...