০২ অক্টোবর ২০২৫, ০৯:৩৪ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ০৯:৩৪ পিএম ময়মনসিংহ জেলার ফুলপুরে র্যাবের বিশেষ অভিযানে বিদেশি মদসহ দুই মাদককারবারি আটক হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত আনুমানিক ১টা ২০ মিনিটে র্যাব-১৪, সিপিএসসি ময়মনসিংহ কোম্পানির আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। র্যাব সূত্রে জানা যায়, ময়মনসিংহ-ফুলপুর সড়কের দিও এলাকায় উত্তরা পাম্প সংলগ্ন এমদাদুল ইসলামের চায়ের দোকানের সামনে টহল চলাকালে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুই যুবক পালানোর চেষ্টা করে। এসময় র্যাবের সদস্যরা ধাওয়া করে তাদের আটক করে। আটককৃতরা হলো— হাসানুল হক তুষার (১৯) ও আরিফুল ইসলাম (২০), দু’জনই ময়মনসিংহ জেলার বাসিন্দা। পরে তাদের কাছে তল্লাশি চালিয়ে ১০ বোতল বিদেশি মদ এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। র্যাব জানিয়েছে, উদ্ধারকৃত বিদেশি মদের বাজারমূল্য আনুমানিক ৮০ হাজার টাকা। এ প্রসঙ্গে...