গালওয়ান সংঘর্ষের জেরে পাঁচ বছর ধরে চলা উত্তেজনার পর ভারত ও চীনের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার পথে এগোচ্ছে। ফলস্বরূপ দুদেশ সরাসরি বিমান পরিষেবা পুনরায় চালু করতে সম্মত হয়েছে। ভারতীয় এয়ারলাইনস ইন্ডিগো ঘোষণা দিয়েছে, তারা আগামী ২৬ অক্টোবর থেকে চীনে সরাসরি ফ্লাইট পরিষেবা শুরু করবে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুই দেশের মধ্যে বিমান চলাচল পুনরায় শুরু করার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানোর খবর জানানোর ঠিক পরেই ইন্ডিগোর এই ঘোষণাটি এসেছে। সাম্প্রতিক কূটনৈতিক উদ্যোগের পরিপ্রেক্ষিতে ইন্ডিগো ঘোষণা করেছে, তারা আগামী ২৬ অক্টোবর কলকাতা থেকে গুয়াংজু পর্যন্ত দৈনিক নন-স্টপ ফ্লাইট দিয়ে মূল ভূখণ্ড চীনে তাদের পরিষেবা আবার চালু করবে। এয়ারলাইনটি আরও জানিয়েছে, তারা শিগগির দিল্লি এবং গুয়াংজুর মধ্যে সরাসরি ফ্লাইটও চালু করবে। ইন্ডিগো এই ফ্লাইটগুলো পরিচালনা করতে তাদের...