বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশের জয়ের দৃশ্যপট শুরুতেই তৈরি করে দিয়েছিল বোলাররা। কলম্বোতে পাকিস্তানের দেওয়া ১৩০ রানের লক্ষ্য হেসেখেলেই পার করেছেন নিগার সুলতানা জ্যোতির দল। সহজ লক্ষ্য তাড়ায় ১১৩ বল বাকি থাকতেই ৭ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। ছোট লক্ষ্য তাড়ায় বাংলাদেশের ওপেনাররা সাবধানে শুরু করেন। তবে ইনিংসের চতুর্থ ওভারে ডিয়ানা বেগের বলে ফারজানা হক অল্পতেই ফিরে যান। ১৭ বলে ২ রান করে এলবিডব্লিউ হন ফারজানা। দলীয় ৭ রানে বাংলাদেশ প্রথম উইকেট হারালেও পাওয়ার প্লেতে তেমন ঝুঁকি নেননি ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিক ও শারমিন আক্তার সুপ্তা। এ দুজনের ব্যাটে পাওয়ার প্লে অনেকটা টেস্ট মেজাজে ২৩ রান তোলে বাংলাদেশ। পাওয়ার প্লের পর ১২তম ওভারে ক্রিজে ধুঁকতে থাকা শারমিন আক্তার মাত্র ১০ রান করে ফিরে যান। রামিন শামিমের বলে ৩০ বল খেলা শারমিন...