বাছাইপর্বে দাপট দেখিয়ে টানা চতুর্থবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে নাম লিখিয়েছে নামিবিয়া। আফ্রিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের প্রথম সেমিফাইনালে তানজানিয়াকে তারা ৬৩ রানে হারিয়েছে। তাতেই এসেছে বিশ্বকাপে খেলার সুযোগ। বৃহস্পতিবার (২ অক্টোবর) হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত সেমি-ফাইনালে প্রথমে ব্যাট করে নামিবিয়া নির্ধারিত ২০ ওভারে ১৭৪ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায়। জবাবে তানজানিয়া পুরো ২০ ওভার খেললেও ৮ উইকেটে মাত্র ১১১ রানের বেশি করতে পারেনি। ওই জয়েই টানা চতুর্থ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করে নামিবিয়া। এর আগে তারা ২০২১, ২০২২ এবং ২০২৪ সালের আসরেও অংশগ্রহণ করেছিল। ২০২১ সালে দলটি সুপার টুয়েলভে খেলার কৃতিত্বও দেখিয়েছিল। এবার ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য বৈশ্বিক এই টুর্নামেন্টে আবার দেখা যাবে তাদের। নামিবিয়া হলো এবারের বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা ১৬তম দল। এই অঞ্চল থেকে দ্বিতীয় ও শেষ...