ভারতের গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে নেতিবাচক খবরগুলো মিথ্যা ও ভিত্তিহীন। এসব ভুয়া খবর দুই দেশের সম্পর্ককে আরও তলানিতে নিয়ে যাচ্ছে, যা ভারতের জন্যই ক্ষতিকর বলে মন্তব্য করেছেন দেশটির আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক শ্রী রাধা দত্ত। এদিকে, মিথ্যা ও ভিত্তিহীন খবর দেওয়ার এই প্রবণতা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে দিল্লির স্পষ্ট প্রভাব ফুটে ওঠার ইঙ্গিত বলে মনে করেন বিশ্লেষকরা। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ নিয়ে ভারতের মনোভাব যুদ্ধংদেহি। তবে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারে তা চূড়ান্ত রূপ নেয়। ভারতের গণমাধ্যমেও এই বাংলাদেশ-বিরোধী মনোভাব স্পষ্ট। প্রতিবেদনের ভাষা, উপস্থাপনা এবং তথ্য যাচাই না করেই তা প্রকাশ নিয়মিত হয়ে ওঠে ভারতের এক শ্রেণির গণমাধ্যমে। এদিকে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সংবাদমাধ্যম জেটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ভুয়া খবর ছড়ানোয় ভারত যথেষ্ট সিদ্ধহস্ত। গত এক...