মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত শুরু পেয়েছে বাংলাদেশ। বল হাতে মারুফা আক্তার-নাহিদা আক্তারদের আগুনে স্পেলের পর ব্যাট হাতেও দারুণ করেছে টিম টাইগ্রেস। অভিষিক্ত রুবাইয়া হায়দার ঝিলিকের ফিফটিতে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে পাকিস্তান। ৩৮.৩ ওভারে ১২৯ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। জবাবে ১১৩ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে টিম টাইগ্রেস। রানতাড়ায় শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ৭ রানে প্রথম উইকেট হারায়। ২ রান করে ফিরে যান ফারজানা হক পিংকি। ৩৫ রানে দ্বিতীয় উইকেট হারায় লাল-সবুজের দল। ৩০ বলে ১০ রান করে আউট হন শারমিন আক্তার সুপ্তা। তৃতীয় উইকেটে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও রুবাইয়া মিলে যোগ করেন ৬২ রান। ৪৪ বলে ২৩ রানে জ্যোতি ফিরলে জুটি ভাঙে।...