বৃহস্পতিবার তিনি বলেছেন, মানবাধিকারকর্মীদের এই মিশন কিংবা ইতালিতে তাদের সমর্থনে ডাকা ধর্মঘট—কোনোটিই ফিলিস্তিনিদের উপকারে আসবে না। বিশ্বের বিভিন্ন দেশের শত শত মানবাধিকারকর্মী, রাজনীতিক ও সাংবাদিকদের বহনকারী ফ্লোটিলার ৪৫টি জাহাজের প্রায় সবগুলোই আটক করেছে ইসরায়েলি বাহিনী। তাদের মধ্যে প্রায় ৪০ জন ইতালীয় নাগরিক আছেন। এই মানবাধিকার কর্মীরা ইসরায়েলের আরোপিত গাজার সামুদ্রিক অবরোধ ভাঙার চেষ্টা করছিলেন। ফ্লোটিলার প্রতি সংহতি জানিয়ে বৃহস্পতিবার ধর্মঘটের ডাক দিয়েছে ইতালির বিভিন্ন শ্রমিক ইউনিয়ন। বুধবার রাতে জাহাজগুলো আটকের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ইতালির বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়। কোপেনহেগেনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ এক বৈঠকের ফাঁকে কথা বলতে গিয়ে মেলোনি ব্যঙ্গ করে বলেছেন, এই ধর্মঘট আসলে শ্রমিক ইউনিয়ন নেতাদের জন্য আরামদায়ক সাপ্তাহিক ছুটির অজুহাত। তিনি বলেন, আমি অন্তত এমন গুরুত্বপূর্ণ বিষয়ে আশা করেছিলাম, তারা শুক্রবারে সাধারণ ধর্মঘট...