বাংলাদেশি বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি পাকিস্তানি ব্যাটাররা। নাহিদা-রাবেয়াদের ঘূর্ণিতে দেড়শ রানও করতে পারেনি তারা। বোলারদের গড়ে দেওয়া শক্ত ভিতে দাঁড়িয়ে ছড়ি ঘুরিয়েছেন টাইগ্রেস ব্যাটাররা। বিশেষ করে রুবাইয়া হায়দার ঝিলিক। তরুণ এই ওপেনারের দুর্দান্ত ফিফটিতে ১১৩ বল হাতে রেখে ৭ উইকেটের ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ।টস জিতে ব্যাটিংয়ে নামা পাকিস্তান ৩৮.৩ ওভারে অলআউট হয় ১২৯ রানে। জবাবে ৩১.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩১ রান করে বাংলাদেশ।সীমিত রান তাড়ায় বাংলাদেশের মেয়েরা অবশ্য ভালো করতে পারেনি ওপেনিংয়ে। চতুর্থ ওভারে বিদায় নেন ওপেনার ফারজানা হক। ১৭ বলে ২ রান করে লেগবিফোর হন ডায়ানা বেগের ডেলিভারিতে। আরেক ওপেনার রুবাইয়া হায়দার মাঠ ছাড়েন দলকে জিতিয়ে। ৭৭ বলে ৮টি চারে অপরাজিত থাকেন ৫৪ রানে। তার সঙ্গে শেষ পর্যন্ত ক্রিজে থাকেন ১৯ বলে ৬টি চারে ২৪ রান করা সুবহানা...