ছ’বছর পর ফের জাতীয় দাবার সেরা গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ জাতীয় দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ। গতকাল বুধবার শেষ রাউন্ডে নিয়াজ ফিদে মাস্টার সুব্রত বিশ্বাসকে হারান আর ফাহাদ সাকের উল্লাহ’র বিপক্ষে হেরে যান। আগের রাউন্ড পর্যন্ত নিয়াজ ও আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমানের সমান সাড়ে নয় পয়েন্ট ছিল। শেষ লড়াইয়ে জিতে নিয়াজ সাড়ে দশ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন ও ফাহাদ সাড়ে নয় পয়েন্টে রানারআপ হন। উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার বাংলাদেশের নিয়াজ মোরশেদ। ৫৯ বছর বয়সেও তিনি এখনও দেশের সেরা দাবাড়–। এবার তারা শিরোপা লড়াই ছিল আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমানের সঙ্গে। যিনি মূলত তার শিষ্য। গুরু-শিষ্যের লড়াইয়ের পর জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার পর নিয়াজের অনুভূতি, ‘এবার আমি ভালোই খেলেছি। ১৩ গেমের মধ্যে ৮টি জিতেছি এবং ৫টি ড্র। প্রতিদ্বন্দ্বিতাও ভালো হয়েছে।’ ২০১৯ সালের পর আবার...