পুঁজিবাজারে স্বচ্ছতা, বিনিয়োগকারীর আস্থা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে অর্থপাচার প্রতিরোধ (এএমএল) ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ (সিএফটি) কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মেজর জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান (অব.)। পুঁজিবাজার মধ্যস্থতাকারীদের জন্য অর্থপাচার প্রতিরোধ ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে আয়োজিত দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে মঙ্গলবার তিনি এ কথা বলেন। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএসই। প্রশিক্ষণ কর্মশালায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সহকারী পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান এবং ডিএসইর উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান উপস্থিত ছিলেন। ডিএসই পরিচালক বলেন, ‘অর্থপাচার প্রতিরোধ ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ কার্যক্রমে গ্রাহক পরিচিতি নিশ্চিত করা (কেওয়াইসি) এবং ঝুঁকি-ভিত্তিক গ্রাহক যাচাই (সিডিডি), সন্দেহজনক লেনদেন ও কার্যক্রম শনাক্তকরণ এবং রিপোর্টিং, কর্মকর্তা-কর্মচারীদের জন্য নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচি এবং বাংলাদেশ...