রংপুরের তিন উপজেলায় ১১ জনের শরীরে অ্যানথ্রাক্সের জীবাণু শনাক্ত হয়েছে। শুরুতে জেলার পীরগাছা উপজেলায় এর সংক্রমণ শনাক্ত হলেও পরে পার্শ্ববর্তী কাউনিয়া ও মিঠাপুকুর উপজেলায়ও ছড়িয়ে পড়ে।সংক্রমিত ১১ রোগীর মধ্যে পীরগাছায় আটজন, কাউনিয়ায় দুইজন ও মিঠাপুকুরে একজন রয়েছেন। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) বিশেষজ্ঞরা অ্যানথ্রাক্সের এই ১১ রোগী শনাক্ত করেছেন। গত ১৩ ও ১৪ সেপ্টেম্বর তারা পীরগাছার ১২ জনের নমুনা সংগ্রহ করেন। পরীক্ষায় আটজনের অ্যানথ্রাক্স ধরা পড়ে। আর বুধবার (১ অক্টোবর) কাউনিয়ায় দুজন ও মিঠাপুকুরে একজন রোগী শনাক্ত হন। অ্যানথ্রাক্সের জীবাণু শনাক্ত হওয়ায় স্থানীয় জনমানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেকে গরু-ছাগলের যত্ন নেওয়া বন্ধ করে দিয়েছেন, আবার অনেকে গরুর মাংস খাওয়াও বাদ দিয়েছেন। এতে স্থানীয় মাংস ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। খামারে পড়ছে বিরূপ প্রভাব। আইইডিসিআর সূত্র জানা যায়, ফ্রিজে রাখা...