চ্যাম্পিয়ন্স লীগে গতকাল বুধবার এগিয়ে থেকেও শেষ মুহূর্তে গোল হজম করে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির কাছে ২-১ ব্যবধানে হেরেছে বার্সেলোনা। দিনের আরেক ম্যাচে আর্লিং হালান্ডের জোড়া গোলের পরও মোনাকোর সঙ্গে ড্র নিয়ে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার সিটি। এ রাতে সহজ জয় পেয়েছে আর্সেনাল ও নিউক্যাসল। লীগ পর্বের দ্বিতীয় ম্যাচে আরও জিতেছে নাপোলি ও বরুসিয়া ডর্টমুন্ড। ঘরের মাঠে স্প্যানিশ চ্যাম্পিয়ন ও ফরাসি এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়নের মধ্যে মৌসুমের শুরুর দিকে এই ম্যাচটি ছিল সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে। ইনজুরির কারণে ব্যালন ডি’অর জয়ী ওসমানে ডেম্বেলে দলের বাইরে থাকায় পিএসজির শক্তি কিছুটা হলেও খর্ব হয়েছে। এই সুযোগ স্বাগতিকদের হয়ে নিজেকে প্রমাণের সর্বোচ্চ চেষ্টা করেছেন লামিন ইয়ামাল। ১৯ মিনিটে মার্কোস রাশফোর্ডের পাসে তোরেস বার্সেলোনাকে এগিয়ে দেন। প্রথমার্ধের শেষ মিনিটে সেনি মাইয়ুলু গোলে সমতায় ফেরে পিএসজি। ৯০ মিনিটে আশরাফ...