এনআরবি ব্যাংক সম্প্রতি ‘এনআরবি প্রতিদিন’ ও ‘অটো ফিক্সড লোন’ নামে দুটি উদ্ভাবনী পণ্য চালু করেছে। এর মধ্যে এনআরবি প্রতিদিন হচ্ছে দৈনিক মুনাফাভিত্তিক পণ্য; আর অটো ফিক্সড লোন হলো প্রি-রেজিস্টার্ড বা সেকেন্ড হ্যান্ড গাড়ি ক্রয়ের জন্য বিশেষ ঋণসুবিধা। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রিয়াজ খান, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. শাহীন হাওলাদার, মো. আলী আকবর ফরাজী, আনোয়ার উদ্দিন ও এম রাশিদুল হুদাকে সঙ্গে নিয়ে পণ্য দুটির উদ্বোধন করেন। ব্যাংকের প্রধান প্রধান কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান মো. রেজাউল শাহরিয়ার ও ট্র্যানজেকশন ব্যাংকিং বিভাগের কর্মকর্তা মো. আরিফুজ্জামান উপস্থিত ছিলেন। সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড -এর পক্ষে ৮৭, বিজয়নগর, ঢাকা থেকে মুদ্রিত এবং প্রকাশিত। কার্যালয় : ৩৬, পুরানা পল্টন, ঢাকা-১০০০। এনআরবি ব্যাংক সম্প্রতি ‘এনআরবি...