নারী ওয়ানডে বিশ্বকাপে কলম্বোতে নিজেদের প্রথম ম্যাচেই বাংলাদেশ হারিয়েছে পাকিস্তানকে। আগে ব্যাট করা পাকিস্তান ১২৯ রানে অলআউট হয়। নিয়ন্ত্রিত বোলিংয়ের পর ব্যাট হাতেও দারুণ করে নিগার সুলতানা জ্যোতির দল। বাংলাদেশ ম্যাচ জিতেছে ৭ উইকেট ও ১১৩ বল হাতে রেখে। দ্বিতীয়বারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপে খেলা বাংলাদেশ দলের এটি দ্বিতীয় জয়। আগের জয়টিও ছিল পাকিস্তানের বিপক্ষে, ২০২২ সালে। ১৩০ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ৭ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ফারজানা হককে এলবিডব্লিউর ফাদে ফেলেন দিয়ানা বেগ। শারমিন আক্তার ১০ রান করলে ফিরলে দলীয় ৩৫ রানে দ্বিতীয় উইকেটের পতন হয়। তবে এরপর জুটি গড়েন রুবাইয়া হায়দার ঝিলিক ও জ্যোতি। তৃতীয় উইকেট জুটিতে ওঠে ৬২ রান। জ্যোতি ৫ চারে ৪৪ বলে ২৩ রান করে ফিরলে জুটি ভাঙে। তবে একপ্রান্ত আগলে ৬৪ বলে...