লাল বলে আগুনে ফর্মে রয়েছেন ভারতের পেসার মোহাম্মদ সিরাজ। তার গতি ঝড়ে আহমেদাবাদে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৬২ রানে গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। ৪০ রানে ৪ উইকেট নেন সিরাজ। এরপর ব্যাট হাতে ম্যাচের লাগাম টেনে ধরে ভারত। দিন শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটে ১২১ রান। অপরাজিত আছেন লোকেশ রাহুল। ৫৩ রানে ব্যাট করছেন তিনি। তার সঙ্গে আছেন অধিনায়ক শুবমান গিল (১৮*)। রাহুল তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের ২০তম অর্ধশতক। টস জিতে আগে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজের দুর্বল ব্যাটিং লাইনআপকে নিয়মিত আঘাত হেনে মাত্র ৪৪.১ ওভারে অলআউট করে ভারত। তেজনারায়ন চন্দরপলকে শূন্য রানে ফেরত পাঠিয়ে প্রথম আঘাত হানেন সিরাজ। এ বছর টেস্টে তার উইকেট সংখ্যা দাঁড়ালো ২৭। ইংল্যান্ডে ২-২ ড্র করা সিরিজেও তিনি ছিলেন অন্যতম নায়ক। প্রথম স্পেলে ৭ ওভারে...