ভিক্টর পরিবহনের বাসচালক শাহিন আহমেদ জানান, তিনি সদরঘাট থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত যাত্রী পরিবহন করেন। তার অভিজ্ঞতায়, ডাইভারশন ব্যবস্থা এখন অনেকটা কার্যকর হয়েছে। অধিকাংশ চালক নিয়ম মানছেন। সুলতানা কামাল দুই কন্যা সন্তানের মা। তিনি বাংলানিউজকে বলেন, আমার দুটি সন্তানকেই স্কুলে নিতে হয়। রামপুরা মহানগর প্রজেক্ট থেকে রিকশায় দুই বাচ্চাকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিতে হয়। মেইন রাস্তা গেলে আগে যেভাবে সরাসরি রাস্তা পার হয়ে ডান দিকে যাওয়া যেত, বর্তমানে যাওয়া যাচ্ছে না। সড়কে কাঁটাতারের বেড়া দেওয়া। অনেক দূর গিয়ে পরে ইউটার্ন নিয়ে আবার একই রাস্তার বিপরীতে গিয়ে যেতে হয়। এদিকে যথেচ্ছ রাস্তা পারাপারেও বিভিন্ন জায়গায় নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ দেখা গেছে। কারওয়ান বাজার ও শাহবাগ মোড়ের এলাকাগুলোতেও কাঁটাতারের ব্যারিকেডের কারণে যেনতেনভাবে মানুষজনের রাস্তা পারাপারও অনেক কমে গেছে। তবে প্রগতি সরণি, রামপুরাসহ কিছু এলাকার...