পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ চলছে। খাদ্য, বিদ্যুৎ ও অন্যান্য সেবায় ভর্তুকির দাবিতে পাকিস্তান সরকারের বিরুদ্ধে বিক্ষোভে সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। হাজারো বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে। সহিংসতায় তিন পুলিশ সদস্যও নিহত হয়েছে। আহত হয়েছে দুইশো’র বেশি মানুষ। বৃহস্পতিবার (২ অক্টোবর) পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, চলমান সংঘাত সমাধানে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিয়ে একটি কমিটি গঠন করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও সংবাদমাধ্যম এবিসি নিউজ এ খবর জানিয়েছে। স্থানীয় পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আফজল বলেন, অস্ত্র ও লাঠিসোঁটা বহনকারী সশস্ত্র বিক্ষোভকারীরা রাস্তায় অবরোধ ও ভাঙচুর ঠেকাতে মোতায়েন করা পুলিশকে আক্রমণ করলে সহিংসতার সূত্রপাত হয়। তিনি তিন জন পুলিশ সদস্য ও একজন সাধারণ নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এ ছাড়া অন্তত আট জন...