কক্সবাজার সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জন উপলক্ষে পরিণত হয় এক আবেগঘন মিলনমেলায়। বিজয়া দশমীর ঢোল-ঢাক, শঙ্খ ধ্বনি আর মানুষের উল্লাসের ভেতর হঠাৎ করেই ভেসে ওঠে মানবতার স্লোগান— ‘ফিলিস্তিন হোক মুক্ত’। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকালে প্রতিমা বিসর্জন উপলক্ষে কক্সবাজার সৈকতের কবিতা চত্বর থেকে কলাতলি বিচ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার লোকে-লোকারণ্য হয়ে উঠে। বিশেষ করে লাবনী, সুগন্ধা ও কলাতলি পয়েন্টে লাখো মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো। মানুষের ভিড়ে বালুকাবেলায় দাঁড়িয়ে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অরূপ শর্মা বলেন, আমরা আজ দেবী দুর্গাকে বিদায় জানাচ্ছি; কিন্তু মানবতার সংগ্রাম চিরন্তন। ফিলিস্তিনের অবরুদ্ধ মানুষদের মুক্তি ও শান্তি কামনাই আমাদের আজকের প্রার্থনা। পরিষদের সভাপতি উদয় শঙ্কর পাল জানান, এবারের দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে শেষ হলো। তবে এবারের বিদায় কেবল উৎসব নয়, মানবিক মূল্যবোধেরও প্রকাশ ঘটিয়েছে। আমরা সবাই ফিলিস্তিনের...