১৪ বছর পর আবারও ভারত মাটিতে পা রাখতে যাচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। আগামী ১২ ডিসেম্বর কলকাতা থেকে শুরু হবে তার চার শহরের সফর, এরপর তিনি যাবেন আহমেদাবাদ, মুম্বাই এবং দিল্লি।সফরের শেষ দিনে দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে তার। আজ সামাজিক যোগাযোগের মাধ্যমে ভারত সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন মেসি। এক বিবৃতিতে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেছেন, ‘এই সফর আমার জন্য অনেক বড় সম্মান। ভারত আমার কাছে বিশেষ একটি দেশ। ১৪ বছর আগে এখানে এসেছিলাম, তখনকার স্মৃতি এখনও মনে আছে—ভক্তরা অসাধারণ ছিলেন। ভারত এক উৎসাহী ফুটবল জাতি। নতুন প্রজন্মের ভক্তদের সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি এবং আমার প্রিয় এই খেলাটির প্রতি ভালোবাসা ভাগ করে নিতে চাই। ’ সফরের আয়োজক শতদ্রু দত্ত আগেই সূচি ঘোষণা করেছিলেন। তবে...