গ্রেপ্তারকৃতরা হলেন—ভিকটিমের বোন রেশমা খাতুন (২৫), প্রতিবেশী ভাবি হাবিজা খাতুন (৪২), ভদ্রঘাট এসিআই মিলের নিরাপত্তা প্রহরী গোলাম মোস্তফা (৫৫), সুমন চন্দ্র ভৌমিক (২৮), তপু সরকার (১৯) ও শফিকুল ইসলাম (৪০)। নিহত মানসিক প্রতিবন্ধী শামীম ইসলাম (২৮) সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কুটিরচর গ্রামের সাইফুল ইসলামের ছেলে। সিরাজগঞ্জ ডিবির ওসি একরামুল হোসাইন জানান, ২ জুলাই গোসল করার কথা বলে বাড়ি থেকে বের হন শামীম। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। দুইদিন পর ৪ জুলাই ভদ্রঘাট এলাকার এসিআই মিল-সংলগ্ন কচুরিপানায় ভরা একটি পুকুরের ধারে থেকে শামীমের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা করেন। ভিকটিম মোবাইল ব্যবহার না করায় এবং আশপাশে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় তদন্তে বাধার সম্মুখীন হয় ডিবি পুলিশ। পরে প্রযুক্তির সহায়তায় ঘটনার আড়াই মাস পর...