টানা দ্বিতীয়বারের মতো ওয়ানডে বিশ্বকাপের মঞ্চে পাকিস্তান বধ করলো বাংলাদেশের মেয়েরা। প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান নারী দল ৩৮ দশমিক ৩ ওভারে অলআউট হয় মাত্র ১২৯ রানে। ইনিংসের শুরুতেই মারুফা আক্তারের আগুন বোলিংয়ে ধাক্কা খায় পাকিস্তান। প্রথম ওভারেই উমাইমা সোহেল ও সিদরা আমিন এক বলের ব্যবধানে ফিরলে দল চাপে পড়ে যায়। পরে মুনিবা আলি (১৭), রামিন শামিম (২৩), অধিনায়ক ফাতিমা সানা (২২) ও ডায়ানা বেগ (১৬*) কিছুটা প্রতিরোধ গড়লেও বড় সংগ্রহ গড়তে পারেনি পাকিস্তান। বাংলাদেশের হয়ে স্বর্ণা আক্তার ছিলেন সেরা বোলার। তিনি মাত্র ৩ দশমিক ৩ ওভারে ৩ মেডেনসহ ৫ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট। নাহিদা আক্তার ৮ ওভারে ১৯ রান খরচ করে নেন ২ উইকেট, মারুফা আক্তারও শুরুতে শিকার করেন ২ উইকেট। এ ছাড়া নিশিতা আক্তার নিশি, রাবেয়া...