বৃহস্পতিবার (২অক্টোবর) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করে ১২৯ রানে অলআউট হয়েছিল পাকিস্তানের নারী দল। জবাবে ৩ উইকেট হারিয়ে ১১৩ বল হাতে রেখে জয় নিশ্চিত করে বাংলাদেশ। এদিন ব্যাট হাতে বাংলাদেশের হয়ে ৭৭ বলে অপরাজিত ৫৪ রানের দল জেতানো ইনিংস খেলেছেন অভিষিক্ত রুবাইয়া হায়দার। ওপেনিং জুটি ভালো করতে না পারলেও টানা তিনটি ছোট ছোট জুটিতে জয় পায় লাল-সবুজের সেনানীরা। ছোট লক্ষ্যে পেরোনোর পথে রুবাইয়ার ফিফটি ছাড়া ১৯ বলে ২৪ রানের অনবদ্য ইনিংস খেলেছেন সোবহানা মোশতারি। ৪৪ বলে ২৩ রান করেছেন অধিনায়ক দলনায়ক নিগার সুলতানা জ্যোতি। আর শারমীন আক্তার করেন ১০ রান। পাকিস্তানের হয়ে বল হাতে ফাতিমা সানা, ডায়না বেগ ও রামিন শামীম একটি করে উইকেট লাভ করেন। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে মারুফা খাতুনদের তোপের মুখে পড়ে...