০২ অক্টোবর ২০২৫, ০৯:২১ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ০৯:৫১ পিএম দিনের প্রথম ওভারেই টানা দুই বলে ওমাইরা সোহাইল ও সিদরা আমিনকে বোল্ড করে দিলেন মারুফা আখতার। ম্যাচ জুড়েই এই আবহ ধরে রাখল বাংলাদেশ। দুর্দান্ত বোলিং-ফিল্ডিংয়ের পর দারুণ ব্যাটিংয়ে পাকিস্তানকে উড়িয়ে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ অভিযান শুরু করল বাংলাদেশ। কলম্বোয় আসরের তৃতীয় ম্যাচে বাংলাদেশের জয় ৭ উইকেটে। ১৩০ রানের লক্ষ্য তারা পূরণ করে ১১৩ বল হাতে রেখেই। বিশ্বকাপে টানা দুই আসরে পাকিস্তানকে হারাল বাংলাদেশ। স্রেফ ৫ রানে ৩ উইকেট নেন স্বর্ণা আক্তার। ১৯ রানে ২টি নেন নাহিদা আক্তার। তবে শুরুতে সুর বেধে দেওয়া মারুফা ৩১ রানে ২ উইকেট নিয়ে তিনিই বাংলাদেশের জয়ের আসল নায়ক। পরে অপরাজিত ৫৪ রানের ইনিংসে জয় সঙ্গে নিয়ে পেরেন রাবেয়া হাইদার। পাকিস্তান: ৩৮.৩ ওভারে ১২৯...