০২ অক্টোবর ২০২৫, ০৯:৪০ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ০৯:৪০ পিএম বাংলাদেশ মুসলিম লীগের নেতৃবৃন্দ বলেছেন, মুসলিম লীগের সাবেক সভাপতি কাজী আব্দুল কাদের মুসলিম জাতিস্বত্তা রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) বাদ জোহর রাজধানীর দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ মুসলিম লীগের উদ্যোগে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম যোদ্ধা, তদানীন্তন পূর্ব পাকিস্তান প্রদেশের প্রভাবশালী মন্ত্রী এবং বাংলাদেশ মুসলিম লীগের সাবেক সভাপতি কাজী আব্দুল কাদেরের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলে নেতৃবৃন্দ এসব কথা বলেন। দলীয় নির্বাহী সভাপতি আবদুল আজীজ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, ব্রিটিশ ভারতকে বিভক্ত করে মুসলিমদের জন্য স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে কাজী কাদেরের অবদান অনস্বীকার্য। তিনি ছিলেন একাধারে রাজনীতিবিদ, সমাজসেবক, শিক্ষানুরাগী ও দানবীর। সভাপতির বক্তব্যে নির্বাহী সভাপতি আবদুল আজীজ হাওলাদার বলেন, “কাজী আব্দুল কাদের শুধু...