ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের সঙ্গে স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের যুদ্ধ বন্ধে গত সোমবার যুদ্ধবিরতির ২০ দফা প্রস্তাব ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) হামাস এ প্রস্তাবের জবাব দিতে পারে। প্রস্তাবে তাদের সাড়া ইতিবাচক হতে পারে। তবে হামাস প্রস্তাবের কিছু ধারায় পরিবর্তন চাইবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল। একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেছেন, মধ্যস্থতাকারী আরব দেশগুলো ট্রাম্পের প্রস্তাব নিয়ে হামাসের সঙ্গে ইতিবাচক আলোচনা চালাচ্ছে এবং হামাসের পক্ষ থেকে আজই জবাব আসতে পারে। গত মঙ্গলবার ট্রাম্প হামাসকে আল্টিমেটাম দেন- জবাব দেওয়ার জন্য তারা তিন থেকে চারদিন সময় পাবেন। এছাড়া যুদ্ধবিরতির প্রস্তাবগুলোতে বড় কোনো পরিবর্তন আনা হবে না বলেও ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। সূত্রটি টাইমস অব ইসরায়েলকে বলেছেন, হামাসের জবাব ইতিবাচক হবে। তবে প্রস্তাবের কিছু ধারায় তারা পরিবর্তন...