০২ অক্টোবর ২০২৫, ০৯:৪৮ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ০৯:৪৮ পিএম ক্রিস্টাল প্যালেসের হয়ে দুর্দান্ত পারফর্ম করার পুরস্কার পেলেন জিন-ফিলিপ মাতেতা। আজারবাইজান ও আইসল্যান্ডের বিপক্ষে এ মাসে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ বাছাইপর্বে ফ্রান্স দলে ডাক পেয়েছেন এই ফরোয়ার্ড। ২৮ বছর বয়সী এই স্ট্রাইকার এবারের মৌসুমে ইতোমধ্যেই সব ধরনের প্রতিযোগিতায় প্যালেসের হয়ে ১০ ম্যাচে চার গোল করেছেন। এই মুহূর্তে প্রিমিয়ার লিগ টেবিলের তৃতীয় স্থানে আছে অপরাজিত প্যালেস। গত মৌসুমে দক্ষিণ লন্ডনের ক্লাবটির হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ১৭ গোল করেছিলেন মাতেতা। ২০২৩/২৪ মৌসুম থেকে প্রিমিয়ার লিগ শুরুর পর এ পর্যন্ত করেছেন ৩২ গোল। ফ্রান্সের অনূর্ধ্ব-২১ দলে খেলেছেন মাতেতা। ২০২৪ সালে প্যারিস অলিম্পিকে থিয়েরি অঁরির দলের হয়ে নিজেকে প্রমান করেছেন। রৌপ্য পদক পাওয়া ফ্রান্সের হয়ে ছয় ম্যাচে করেছিলেন পাঁচ গোল। কিন্তু কোচ দিদিয়ের দেশ্যমের...