০২ অক্টোবর ২০২৫, ০৯:৩৫ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ০৯:৩৫ পিএম তানজানিয়াকে বাছাইপর্বে ৬৩ রানে হারিয়ে টানা চতুর্থবারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে নামিবিয়া। হারারে স্পোর্টস ক্লাব মাঠে আফ্রিকান বাছাইপর্বে ২৯ বছর বয়সী স্মিট অপরাজিত ৬১ রান করার পর বল হাতে ১৬ রানে নিয়েছেন ৩ উইকেট। টসে জিতে তানজানিয়া নামিবিয়াকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায়। কিন্তু মাত্র ৪১ রানে চার উইকেট হারিয়ে বিপদে পড়ে নামিবিয়া। এরপর স্মিটের ব্যাটিং দৃঢ়দায় ২০ ওভারে শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৭৪ রানের লড়াকু স্কোর গড়ে তুলে। জবাবে তানজানিয়া ৮ উইকেটে ১১১ রান তুলতে সক্ষম হয়। স্মিটের সাথে অধিনায়ক গেরহার্ড এরাসমাসের ৫৫ রান নামিবিয়ার বড় স্কোরের পথে সহায়তা করেছে। ৪৩ বলের ইনিংসে স্মিট চারটি ওভার বাউন্ডারি ও একটি বাউন্ডারি মেরেছেন। অন্যদিকে আগের তিন বিশ্বকাপে নামিবিয়াকে...