০২ অক্টোবর ২০২৫, ০৯:৪৩ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ০৯:৪৩ পিএম বগুড়ার শেরপুরে ব্যাটারি চালিত অটোরিক্সা চালক আবু বক্করকে হত্যা করে অটো ছিনতাইয়ের মামলায় আরেক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামি নুরে আলম জুয়েল (৩৬) উপজেলার গাড়িদহ ইউনিয়নের হাপুনিয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত ১ অক্টোবর দিবাগত রাত ৮টায় ঢাকা জেলার আশুলিয়া থানার ভাদাইল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে একই মামলায় আরও এক আসামি উপজেলার কুসুম্বি ইউনিয়নের বাগড়া কলোনী এলাকার আব্দুল মালেক সরকারের ছেলে সুমন সরকার (৩৭) কে গ্রেপ্তার করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ সেপ্টেম্বর সোমবার সকালে উপজেলার কুসুম্বি ইউনিয়নের গোসাইবাড়ি এলাকার আবু বক্কর জীবিকার সন্ধানে নিজ বাড়ি থেকে অটো...