বাংলাদেশের জয়ে বড় অবদান রাখেন বোলাররা। সফল বোলার মারুফাকে নিয়ে সতীর্থদের উল্লাস নারী বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশের মেয়েরা। বৃহস্পতিবার, (০২ অক্টোবর ২০২৫) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মারুফা, নাহিদা ও সোমার দুরন্ত বোলিংয়ে টস জিতে ব্যাটিংয়ে নামা পাকিস্তান নারী দল ৩৮.৩ ওভারে ১২৯ রানে গুঁড়িয়ে গেলে ১৮.৫ ওভার হাতে রেখে ৩ উইকেট হারিয়ে সহজ জয় তুলে নেয় নিগার সুলতানার দল (১৩১/৩)। শেষ পর্যন্ত ৫৫ রানে অপরাজিত থাকেন ওপেনার রাবেয়া হায়দার। তার ৭৭ বলের ইনিংসে ৮টি চারের মার রয়েছে। ইনিংসের চতুর্থ ওভারে ফারজানা (২রান) ও দ্বাদশ ওভারে শারমিন আক্তার (১০রান) এলবিডব্লউ আউট হয়ে ফিরলে রাবেয়া ও অধিনায়ক নিগার তৃতীয় জুটিতে ৮ ওভারে ৬২ রান তুলে দলের জয়ের পথ সহজ করেন। নিগার কট আউট...