এ গায়ক প্রায়ই স্বীকার করেন, নিকোল কিডম্যান তাকে আসক্তি থেকে মুক্তি পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ২০১৬ সালে রোলিং স্টোন ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, একবার কিডম্যান তার জন্য ইন্টারভেনশনের ব্যবস্থা করেছিলেন। আরবান বলেন, ‘আমি সৌভাগ্যবান যে নিক এমনটি করেছিল। বন্ধু ও পরিবারের সহায়তায় আমি সঠিক পথে ফিরতে পেরেছিলাম।’২০১০ সালে দ্বিতীয় সন্তানের জন্ম দেন কিডম্যান। এর আগে ২০০৮ সালে প্রথম সন্তানের মা হন তিনি। এছাড়া অভিনেত্রী দত্তক নিয়েছেন আরও দুই সন্তান—ইসাবেলা ও কনর।অভিনয় ও সঙ্গীতে সমানভাবে জনপ্রিয় এই তারকা দম্পতির সম্পর্ক ভাঙার খবরে ভক্তরা হতবাক। তবে তাদের ‘সোব্রাইটি ক্লজ’-এর ধারাই এখন আলোচনার কেন্দ্রবিন্দু—যার ফলে কেইথ আরবান পেতে পারেন প্রায় ১১ মিলিয়ন মার্কিন ডলার। ২০১০ সালে দ্বিতীয় সন্তানের জন্ম দেন কিডম্যান। এর আগে ২০০৮ সালে প্রথম সন্তানের মা হন তিনি। এছাড়া অভিনেত্রী...