বৃষ্টি ও চোখের জল একাকার করে দেবী দুর্গাকে কক্সবাজার সৈকতে বিসর্জন দিলেন ভক্তরা। উৎসবমুখর পরিবেশে দেবীকে বিদায় জানাতে সম্প্রীতির মিলন বসে বেলাভূমিতে। সনাতনীদের বাৎসরিক এ ধর্মীয় উৎসবের সমাপ্তিতে প্রতিমা বিসর্জন পরিণত হয়েছিল একটি সার্বজনীন উৎসবে। সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি অন্যান্য ধর্মের মানুষও যোগ দেন এ উৎসবে। লাখো মানুষের সমাবেশ যেন সাম্প্রদায়িক সম্প্রীতির মিলনমেলায় পরিণত হয়। কয়েকদিনে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যার আগেই সব প্রতিমা সমুদ্রের লোনাজলে বিসর্জন দেওয়া হয়। বৈরী আবহাওয়ায় ভোর থেকেই বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যেই দুপুর আড়াইটা থেকেই কক্সবাজার জেলার বিভিন্ন স্থান থেকে প্রতিমা নিয়ে আসা শুরু হয়। যা বিকেল ৫টা পর্যন্ত অব্যাহত ছিল। প্রতিমার সঙ্গে ঢাক-ঢোলের তালে তালে, রং মেখে, নাচ-গান করতে করতে অংশ নেন হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী। সনাতনীদের প্রধান উৎসব দুর্গাপূজার শেষ আনুষ্ঠানিকতায় অতীতের...