দীর্ঘ আন্দোলনের পর চুয়াডাঙ্গা জেলার শিল্পনগরী খ্যাত দর্শনা হল্ট স্টেশনে অবশেষে ঢাকাগামী সুন্দরবন আপ এক্সপ্রেস ট্রেনের স্টপেজ বাস্তবায়ন হয়েছে। স্টপেজ পাওয়ার খবরে দর্শনা পৌরবাসী ছিল আনন্দে উদ্বেলিত।বুধবার (১ অক্টোবর) সন্ধ্যা থেকে ছাত্র, যুবক, বৃদ্ধসহ নানা শ্রেণিপেশার মানুষ এই শুভক্ষণের সাক্ষী হতে রাত জেগে জড়ো হয়েছিল দর্শনা হল্ট স্টেশনে। এ উপলক্ষে হল্ট স্টেশনকে আলোকসজ্জায় সজ্জিত করা হয়। শুধু তাই নয়, ছাত্র-জনতার পক্ষ থেকে রাতে সবার জন্য খাবারের ব্যবস্থাও করা হয়।গভীর রাতে দর্শনার হল্ট স্টেশনে ঢাকাগামী সুন্দরবন আপ এক্সপ্রেস ট্রেনটি প্লাটফর্ম স্পর্শ করলে আনন্দিত ছাত্র-জনতা স্লোগান দিয়ে আগত যাত্রীদের অভিনন্দন জানায়। এ সময় আন্দোলনকারী ছাত্র-জনতা ট্রেনের লোকোমোটিভ চালক, পরিচালক ও সকল স্টাফকে ফুল দিয়ে বরণ করে নেয় এবং তাদের হাতে রাতের খাবার তুলে দেয়। দর্শনাবাসীর আনন্দে শরীক হতে পেরে তারাও উচ্ছ্বাস প্রকাশ...