টানা দ্বিতীয়বার নারীদের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে হারাল বাংলাদেশ। এবারের জয় এলো বেশ বড় ব্যবধানেই, ৭ উইকেটে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ আগে ব্যাট করতে নামা পাকিস্তানকে মাত্র ১২৯ রানে অলআউট করে দেয় বাংলাদেশের মেয়েরা। এরপর রাবেয়া হায়দারের বিশ্বকাপ অভিষেকেই পাওয়া ফিফটিতে ভর করে সহজ জয় পান নিগার সুলতানারা। ৭ উইকেট হাতে রাখে ৩২তম ওভারের প্রথম বলেই জয়ের বন্দরে পৌঁছে যান তারা। প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান নারী দল ৩৮.৩ ওভারে অলআউট হয় মাত্র ১২৯ রানে। ইনিংসের শুরুতেই মারুফা আক্তারের আগুন বোলিংয়ে ধাক্কা খায় পাকিস্তান। প্রথম ওভারেই উমাইমা সোহেল ও সিদরা আমিন এক বলের ব্যবধানে ফিরলে দল চাপে পড়ে যায়। পরে মুনিবা আলি (১৭), রামিন শামিম (২৩), অধিনায়ক ফাতিমা সানা (২২) ও ডায়ানা বেগ (১৬*) কিছুটা প্রতিরোধ গড়লেও বড় সংগ্রহ গড়তে পারেনি...