চট্টগ্রামের পতেঙ্গায় পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের ক্লেরিক্যাল সুপারভাইজার ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত কোটি কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে অসামঞ্জস্যপূর্ণ সম্পদের প্রমাণ মিললে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সম্প্রতি মামলার চার্জশিট আদালতে দাখিল করেছে দুদক। দুদকের তথ্য অনুযায়ী, নাছির উদ্দিনের নামে আনোয়ারায় ২৮ লাখ টাকার জমি, চৌমুহনী বাজারে ১ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে নির্মিত শশী কমিউনিটি সেন্টার, ২৪ লাখ টাকার ব্যক্তিগত গাড়ি, ৪৫ লাখ টাকা ব্যাংক জমা, ৪০ লাখ টাকার শেয়ার ব্যবসা ও ইনস্যুরেন্সসহ বিপুল সম্পদ রয়েছে। এছাড়া মেয়ের মেডিকেল পড়াশোনার খরচ বাবদ গত তিন বছরে প্রায় ২৩ লাখ টাকা ব্যয় করেছেন তিনি। কমিউনিটি সেন্টার: চৌমুহনী বাজারে ১ কোটি ৪২ লাখ টাকার ‘শশী...