কুড়িগ্রামের রৌমারীতে জাকের পার্টি যুব ফ্রুন্ট এর জনসভায় মানুষের ঢলনেমেছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বেলা ২ টার দিকে উপজেলার রৌমারী সিজিজামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়। এ জনসভায় সভাপতিত্ব করেন উপজেরা জাকের পার্টির সভাপতি মো. নুরুজ্জামান সরদার।দুপুর ১২ টায় উপজেলার ছয়টি ইউনিয়ন থেকে উপজেলা জাকের পার্টি ও যুব ফ্রুন্ট এর সকল অঙ্গ-সংগঠনের নেতাকর্মী ও নারী সহ বিভিন্ন স্তরের মানুষ দলে দলে যোগ দেন। যুব ফ্রন্ট ও অঙ্গসংগঠনটির নেতাকর্মীরা রৌমারী থানা চত্বর থেকেএকটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রৌমারী সিজিজামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জমায়েত হয়। উক্ত জনসভায় বক্তব্য রাখেন, জাকের পার্টি কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মো. সাহেব আলী, যুব ফ্রুন্ট কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মো. মশিউর রহমান তাজ, ছাত্রফুন্ট কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মো....