এত মনো মুগ্ধকর শান্ত একটি সন্ধ্যা । আকাশে গোলাপি আভা, চারপাশ নিরব নিস্তব্ধ ঝাঁকে ঝাঁকে নীলব্লু জে মাথার উপর দিয়ে, উড়ে গিয়ে বসছে দূরের রঙ্গিন হয়ে যাওয়া ম্যাপল গাছের উপরে । রোদের আলোয় গাছের পাতা আর নীল পাখি গুলো উভয়ে ঝকমক করছে । চুপচাপ সপ্তমীর চাঁদ পুব আকাশে, সন্ধ্যা তারা ঝলমল করছে পশ্চিম আকাশে একফোঁটা মেঘ নেই । এমনই কোন সন্ধ্যায় কি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, “যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সংগীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া” মনে হয় এমনই নীরব কোন অপূর্ব সন্ধ্যা, কবি উপভোগ করেছিলেন, তারই প্রতিফলন সেই অমর কবিতা লেখা হয়েছিল । তবে আমার কোন ক্লান্তি ছিল না । আমিও বসেছিলাম দীর্ঘ সময় ম্যাপল গাছের নিচে প্রকৃতির সান্নিধ্যে ।...