বরগুনার বেতাগীতে সবজি বাজারের উর্ধ্বগতি দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করেছে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বেতাগী উপজেলা শাখার স্বেচ্ছাসেবকরা। উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের সহযোগিতায় গতকাল বুধবার উপজেলা ভূমি অফিসের সামনে বসানো হয় এই ভ্রাম্যমাণ দোকান, যেখানে বাজারদরের চেয়ে কম দামে নিত্যপ্রয়োজনীয় সবজি বিক্রি করা হয়। এদিন ক্রেতাদের অবাক করে দিয়ে কাঁচা মরিচ প্রতি কেজি ২০০ টাকায় বিক্রি হয়, যেখানে বাজারদর ৩০০ টাকা। একইভাবে পটল ৫৫ টাকায়, বাজারে ৭০ টাকা; করলা ৭০ টাকায়, বাজারে ৮০ টাকা; কাকড়োল ৬৫ টাকায়, বাজারে ৮০ টাকা; শশা ৫০ টাকায়, বাজারে ৬০ টাকা; ঝিঙা ৫০ টাকায়, বাজারে ৬০ টাকা; মুলা ৫০ টাকায়, বাজারে ৬০ টাকা; ছোট গাডি ২৫ টাকায়, বাজারে ৩৫ টাকা এবং বড় গাডি ২০ টাকায়, বাজারে ৩০ টাকা বিক্রি করা হয়।...