গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দড়ি জাংগালিয়া গ্রামের ক্যান্সার আক্রান্ত যুবক মো. ছরোয়ার হোসেন মোড়লের জীবন কাহিনী ছুঁয়ে গেছে হাজারো মানুষের হৃদয়। দীর্ঘদিন ধরে কঠিন রোগের সঙ্গে লড়াই করে আসা এই মানুষটির একমাত্র ভরসা ছিল ছোট্ট একটি টোন দোকান। কিন্তু চোরচক্র সেই আশ্রয়টুকুও কেড়ে নিলেও শেষ পর্যন্ত পাশে দাঁড়িয়েছে প্রশাসন। তিন বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়ছেন ত্রিশোর্ধ ছরোয়ার। চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন তার বাবা আলাউদ্দিন মোড়ল। সংসার ও সন্তানের ভবিষ্যতের কথা ভেবে সম্প্রতি বাড়ির পাশে একটি ছোট দোকান চালু করেছিলেন তিনি। গত ২৫ সেপ্টেম্বর চিকিৎসার জন্য ঢাকা থেকে ফিরে ছরোয়ার বিশ্রামে ছিলেন। কিন্তু পরদিন সকালে গিয়ে দেখেন দোকানের তালা ভেঙে সব মালামাল চুরি হয়ে গেছে। অসহায় এই পরিস্থিতি তুলে ধরে ছরোয়ার ফেসবুক লাইভে এসে বলেন, আমি একজন ক্যান্সার...