বিসিবির নির্বাচনের হাওয়া কি বদলে গেলো? এ ক’দিন শোনা গেছে, ক্রীড়া উপদেষ্টা বিসিবি নির্বাচনকে প্রভাবিত করেছেন। তার পক্ষ তথা আমিনুল ইসলাম বুলবুল ও তার প্যানেলকে জয়ী করার জন্য সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করছেন। বিসিবি নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে তামিম ইকবাল বলেছেন, ‘ক্রিকেটের ফিক্সিং বন্ধ করতে চান, কিন্তু আগে বিসিবির ফিক্সিং বন্ধ করেন।’ এবারের বিসিবি নির্বাচন ঘিরে যা হয়েছে, সেটা অসুন্দর, চরম স্বেচ্ছাচারিতা এবং রীতিমতো নোংরামি বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। তামিমের ভাষায়, ‘এর চেয়ে অসুন্দর আর কিছু হতে পারে না, যা ইচ্ছা তাই করা হচ্ছে। এটা সুন্দর প্রক্রিয়া হতে পারে না।’ তামিম ইকবালের শেষ কথা ছিল, ‘স্বেচ্ছাচারিতা আর নোংরামির প্রতিবাদ হিসেবেই মনোনয়ন প্রত্যাহার আমাদের। এই নির্বাচন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটা কালো দাগ হয়ে রইলো।’ শুধু হতাশা ব্যক্ত...