বৃহস্পতিবার (২ অক্টোবর) দশমী তিথিতে দেবীকে বিদায় জানানোর মধ্য দিয়ে সাঙ্গ হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার। আগামী বছরের অপেক্ষায় থেকে দুর্গতিনাশিনী দেবী দুর্গাকে দেবালয়ে বিদায় জানালেন ভুবনের বাসিন্দারা। শারদীয় দুর্গোৎসবে বিজয়া দশমীর দিনটি ভক্তদের কাছে একদিকে যেমন উৎসবের, তেমনি বেদনারও। হাতির পিঠে (গজে) চেপে দুর্গা এসেছিলেন মর্ত্যলোকে, আর দোলায় চেপে দেবী ফিরে গেলেন কৈলাসে। হিন্দুধর্মের বিশ্বাস অনুযায়ী, প্রতি শরতে কৈলাস ছেড়ে কন্যারূপে মর্ত্যলোকে আসেন দেবীদুর্গা। তার এই ‘আগমন ও প্রস্থানের’ মাঝে আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠী থেকে দশমী তিথি পর্যন্ত পাঁচ দিন চলে দুর্গোৎসব। বৃহস্পতিবার প্রতিমা বিসর্জনের আগে সকালে মণ্ডপে মণ্ডপে শুরু হয় দশমীর পূজা অর্চনা। সকাল ৬টা ৩০ মিনিটের মধ্যে শুরু হয় দশমী বিহীতপূজা। পূজা শেষে ভক্তরা ভক্তি শ্রদ্ধার্ঘ দিয়ে দুর্গামায়ের চরণে শেষবারের মতো প্রণাম জানিয়ে...