গাজায় ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসের সামরিক শাখার প্রধান ইজ আল দিন আল হাদ্দাদ যুক্তরাষ্ট্রের নতুন যুদ্ধবিরতি পরিকল্পনায় রাজি না থাকার ইঙ্গিত দিয়েছেন। মধ্যস্থাতাকারীরা হাদ্দাদের সঙ্গে যোগাযোগ করে এই ইঙ্গিত পেয়েছেন বলে জানতে পেরেছে বিবিসি। হামাস পরিকল্পনাটি গ্রহণ করুক আর না করুক, গোষ্ঠীটিকে নিশ্চিহ্ন করতে এই পরিকল্পনা করা হয়েছে- হাদ্দাদ এমনটিই বিশ্বাস করেন বলে ধারণা করা হচ্ছে। আর সেকারণেই হামাস লড়ে যেতে বদ্ধপরিকর। ট্রাম্পের ২০ দফা গাজা শান্তি প্রস্তাব ইসরায়েল এরই মধ্যে মেনে নিয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, হামাসকে নিরস্ত্র হতে হবে এবং গাজায় ভবিষ্যতে তাদের কোনও ভূমিকা থাকবে না। কাতারে হামাসের রাজনৈতিক নেতারা কিছু বিষয়ে সমন্বয়ের মধ্য দিয়ে প্রস্তাবটি মেনে নিতে রাজি বলে মনে করা হচ্ছে। তবে তাদের ক্ষমতা সীমিত। কারণ, হামাসের হাতে বন্দি জিম্মিদের ওপর তাদের নিয়ন্ত্রণ নেই। হামাসের হাতে...