এই উদ্যোগের অংশ হিসেবে গ্রাহকরা দুটি দীর্ঘমেয়াদি কম্বো বান্ডেল থেকে বেছে নেয়ার সুযোগ পাবেন। শুধু পামপে প্ল্যাটফর্মের মাধ্যমে ৩,৯৯৬ টাকায় ২২৫ জিবি ডেটা ও ৪,৫০০ মিনিট এবং ৪,৯৯৬ টাকায় ৩৬০ জিবি ডেটা ও ৬,৩০০ মিনিটের এ দুটি বান্ডল উপভোগ করতে পারবেন গ্রাহকরা। উভয় বান্ডেলের মেয়াদ ২৭০ দিন। পামপে রিটেইল পার্টনারের মাধ্যমে বা গ্রামীণফোন সেন্টার থেকে গ্রাহকরা এখন আইটেল, টেকনো ও ইনফিনিক্স ব্র্যান্ডের স্মার্টফোন কিস্তিতে (ইএমআই) কিনতে পারবেন, সাথে থাকছে গ্রামীণফোন বান্ডেল। বান্ডেলটি পুরো মেয়াদের জন্য তাৎক্ষণিকভাবে চালু হবে এবং পামপে অ্যাপের মাধ্যমে কিস্তির অর্থ পরিশোধ করতে পারবেন গ্রাহকরা। এই প্রক্রিয়ায় গ্রাহকের মূল ব্যালেন্সে কোন পরিবর্তন হবে না। সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড -এর পক্ষে ৮৭, বিজয়নগর, ঢাকা থেকে মুদ্রিত এবং প্রকাশিত। কার্যালয় : ৩৬, পুরানা পল্টন, ঢাকা-১০০০। টেলিকম সেবা প্রদানকারী...