দুদু বলেন, “বিএনপি দেশের একটি বড় রাজনৈতিক দল হলেও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী ঘোষণা করেনি। অন্যদিকে জামায়াত ইতোমধ্যে তাদের প্রার্থী চূড়ান্ত করেছে, লিফলেট-পোস্টার ছাপিয়েছে এবং নির্বাচনী প্রচারণা শুরু করেছে। সুতরাং বলা যায় না যে তারা নির্বাচনে একা থাকবে না।” তিনি আরও বলেন, বিএনপি নির্বাচনের প্রস্তুতিতেই রয়েছে। সাংগঠনিক কাঠামোর কিছু বিষয় সংবিধান সংশোধন ছাড়া পরিবর্তন সম্ভব নয়। তবে ৩১ দফা দাবির ভিত্তিতে বিএনপি নির্বাচনে অংশ নেবে। নির্বাচনের দিন ঘোষণা হলে সব রাজনৈতিক দলই ভোটে অংশগ্রহণ করবে বলে আশা প্রকাশ...