সন্তানের নাম রাখা নিয়ে মা-বাবার মধ্যে আনন্দের পাশাপাশি ভাবনারও যেন শেষ থাকে না। স্বজন কিংবা পরিচিতদের সহায়তা নেন অনেকে। সদ্য মা-বাবা হয়েছেন এমন মানুষদের সন্তানের নাম রেখে সহায়তা করে থাকেন অনেকে। কেউ কেউ আবার সেই শখকে পরিণত করেন পেশায়! সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে জানা যায়, যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরের বাসিন্দা টেইলর এ হামফ্রে শিশুদের নামকরণকে পেশায় পরিণত করেছেন। মা-বাবাকে নবজাতকের জন্য নাম খুঁজে পেতে সহায়তা করাই তাঁর কাজ। বিনিময়ে তিনি নিয়ে থাকেন কয়েক লাখ টাকা। কোনো শিশুর জন্য নাম খুঁজে দিতে হামফ্রে সর্বোচ্চ ৩০ হাজার ডলার পর্যন্ত নেন, যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় প্রায় ৩৬ লাখ টাকা। নাম রাখার প্রতি এই নারীর ভালোবাসা পুরোনো। এক দশক আগে তিনি শিশুদের নামকরণে অনলাইনে সেবা দেওয়া শুরু করেন। পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট খুলে...