আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক রশিদ খান। বাংলাদেশ এই ম্যাচে প্রথমে বোলিং করবে। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে। বাংলাদেশ দল এই ম্যাচে তিনজন পেসার ও দুইজন স্পিনারের কম্বিনেশন নিয়ে মাঠে নামছে। পেস বোলিংয়ের দায়িত্বে আছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব। স্পিন বিভাগে খেলছেন রিশাদ হোসেন ও নাসুম আহমেদ। ব্যাটিং লাইনআপে তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়া হয়েছে। ওপেনিং ও তিন নম্বরে থাকছেন সাইফ হাসান, তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। অভিজ্ঞ তাওহিদ হৃদয়কে বিশ্রাম দিয়ে তার জায়গায় খেলছেন নুরুল হাসান সোহান। উইকেটকিপার ও অধিনায়কত্ব সামলাবেন জাকের আলী অনিক। বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে টি-টোয়েন্টিতে সম্প্রতি ৬টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে আফগানিস্তান জিতেছে...