বৈরী আবহাওয়া, সাগরের নিম্নচাপ ও বৃষ্টিকে উপেক্ষা করে লাখো দর্শনার্থীর উপস্থিতে কক্সবাজার সমুদ্র সৈকতে দেশের সর্ববৃহৎ প্রতিমা বিসর্জনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সেনা, পুলিশ, বিজিবি, র্যাব ও আনসারের সমন্বয়ে গঠিত কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে শহরের সমুদ্র সৈকতের তিনটি পয়েন্টে তিন শতাধিক প্রতিমা বিসর্জন দেওয়া হয়। বৃহস্পতিবার বিকাল পাঁচটায় কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টের উম্মুক্ত মঞ্চে তৈরি ঘোষণা মঞ্চ থেকে সরস্বতী বাড়ি মন্দির এর প্রধান পুরোহিত খোকন ভট্টাচার্য মন্ত্র উচ্চারণের পরপরই প্রতিমা বিসর্জন শুরু হয়। এরপর একে একে তিন শতাধিক প্রতিমাগুলো বিসর্জন দেওয়া হয়। এর আগে বিজয়ী দশমীর দিনের শুরুতে মন্ডপে মন্ডপে করুণ সুর বেজে ওঠে। দুপুরের পর থেকে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী, কলাতলী সুগন্ধা পয়েন্টে পর্যটকরা জমায়েত হতে শুরু করে। দুপুরের পর থেকে সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে বিভিন্ন মণ্ডপ থেকে প্রতিমা...