৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর ফুটবল ইভেন্টে টানা দ্বিতীয়বারের মতো উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে ঘাগটিয়া চালা উচ্চ বিদ্যালয়। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক যৌথ আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টে পুরো কাপাসিয়া উপজেলাকে ৪টি জোনে ভাগ করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঘাগটিয়া জোনে ড. মোহাম্মদ আবুল হাসান মডেল স্কুলকে টাইব্রেকারে ৫-৩ গোলে পরাজিত করে জোন চ্যাম্পিয়ন হয় ঘাগটিয়া চালা উচ্চ বিদ্যালয়। গত মঙ্গলবার বিকেলে কাপাসিয়া ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় উপজেলা পর্যায়ের ফাইনালে কাপাসিয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজকে টাইব্রেকারে ৩-০ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে দলটি। এ বিষয়ে ঘাগটিয়া চালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম ফজলুল হক বলেন, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা এবং খেলোয়াড়দের কঠোর পরিশ্রমেই এই অর্জন সম্ভব হয়েছে। বিদ্যালয়ের এই ধারাবাহিক...