বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে ঘিরে নাটকীয়তা যেন থামছেই না। মনোনয়নপত্র প্রত্যাহারের একদিনের মাথায় নির্বাচন থেকে সরে দাঁড়ানো প্রার্থীরা এবার পুরো নির্বাচন প্রক্রিয়াটি পুনঃতফসিলের (রি-শিডিউল) প্রস্তাব দিয়েছেন। তাদের দাবি, প্রত্যাহার কোনো ভুল সিদ্ধান্ত ছিল না, বরং নির্বাচনী প্রক্রিয়ার অস্বচ্ছতার বিরুদ্ধে এটি ছিল একটি ‘প্রতিবাদ’। দেশের ক্রিকেটের বৃহত্তর স্বার্থে একটি গ্রহণযোগ্য ও সুন্দর বোর্ড গঠনের জন্য তারা ক্রীড়া উপদেষ্টাকে অভিভাবক হিসেবে হস্তক্ষেপ করে সৃষ্ট জটিলতা নিরসনের আহ্বান জানিয়েছেন। আজ বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রস্তাবনা তুলে ধরেন নির্বাচন থেকে সরে দাঁড়ানো সংগঠক রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাসসহ অন্যরা। মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্তটি ভুল ছিল কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রফিকুল ইসলাম বাবু বলেন, ‘না, আমি এটা বলছি না। আমি বলছি যে এটা একটা প্রতিবাদের, প্রতিবাদ স্বরূপ আমরা এটা করেছি।’ তিনি জানান,...